হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ ছাত্রকে টিসি দেওয়ায় কপিলমুনি প্রেসক্লাবে অর্ধশত শিক্ষার্থীর অনশন প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ ছাত্রকে টিসি দেওয়ায় কপিলমুনি প্রেসক্লাবে প্রায় অর্ধশত শিক্ষার্থী প্রতিকার চেয়ে অনশন করছে। জানাযায়, নানা অনিয়ম দূর্নীতি ও খামখেয়ালীপনার জন্য হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। দীর্ঘদিন এই অসন্তোষ চলতে থাকলে ২৮ আগষ্ট সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের অপসরনের দাবীতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে নতুন নির্মিত গেটে নামফলক ভাংচুর করে। খবর পেয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি প্রেসক্লাবে গিয়ে অনশন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, ‘হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের নানান অনিয়মের প্রতিবাদে আন্দোলন করার কারণে ৬ শিক্ষার্থীকে ডাকযোগে টিসি প্রদান করা হয়েছে। যা আমাদের পড়া লেখার ক্ষেত্রে অন্তরায়। এটা আমাদের বিরুদ্ধে নিছক ষড়যন্ত্র ছাড়া কিছুই না।’ এক শিক্ষার্থীর অবিভাবক ময়না বেগম জানান, ‘ছাত্র ভর্তির সময় আমাদের বাড়ী গিয়ে অনুরোধ করে অমাদের সন্তানদের এনে ভর্ত্তি করা হয়, কিন্তু টিসি দেওয়ার সময় আমাদের মোটেও জানানো হয়নি, যেটা সম্পূর্ণ অন্যায়। আমরা টিসি প্রত্যাহার দাবী করছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স¦পন মন্ডল বলেন, ‘পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না মহোদয়ের নির্দেশে ৬ জনকে টিসি দিয়েছি।’ সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি ২২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ