সেলিনা পারভীন পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা বাছাই কমিটি কর্তৃক সেলিনা পারভীনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। ২০০৯ সাল থেকে অদ্যাবধী শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দক্ষতার সহিত পালন করে আসছেন। তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় এ দিন দুপুরে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়, শিক্ষক সাধনা সরকার, শিল্পী পারভীন, সুরাইয়া ইয়াসমিন, পাপিয়া সুলতানা ও শিবপদ সরদার। পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সংবাদটি ২২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি