সেই জমজ শিশুকে ৪ প্যাকেট দুধ উপহার দিল “আমরা বন্ধু” প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ “জমজ শিশু সন্তানের দুধের জন্য দরিদ্র পিতার আকুতি” গণমাধ্যমে খবর প্রকাশের পরে মানবিক বিষয়টি সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু পরিবারের সদস্যের নজরে আসলে তাৎক্ষণিক ওই দুই শিশুর পরিবারের কাছে শিশুখাদ্য উপহার পৌঁছে দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আমরা বন্ধু পরিবারের পক্ষ থেকে সিনিয়র সদস্য মো. বাহলুল করিম এ উপহার শিশুদের বাবা প্রদীপ কুমার মন্ডল এবং মা দোলন মন্ডলের হাতে ৪ প্যাকেট শিশু খাদ্য তুলে দেন। এই উপহার পেয়ে অসহায় এবং হতদরিদ্র পরিবারের মাঝে অনেকটাই স্বস্তি নেমে এসেছে। উল্লেখ্য, সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরের সেলুন দোকানী দরিদ্র প্রদীপ মন্ডল’র জমজ দু’টি কন্যা শিশু সন্তান ইশা ও দিশা খাদ্যাভাবে পুষ্টিহীনতায় ভুগছে। স্ত্রী অসুস্থ্য থাকায় মায়ের বুকের দুধ পান করতে পারছেনা শিশু দুটি। কিন্তু অভাবের তাড়নায় তাদের জন্য পর্যাপ্ত দুধ বা শিশু খাদ্য কিনতে পারছেনা অসহায় পিতা প্রদীপ মন্ডল। ফুটফুটে দুই অবুঝ শিশু সন্তানের জন্য সহযোগীতা পাঠানোর জন্য ০১৭২৮ ২৭৬৩৬০ (পিতা প্রদীপ) নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে। সংবাদটি ৪৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক