সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মুজিবর রহমান নামে এক জেলে নিহত প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ প্রতিকী ছবি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গহিন সুন্দরবন হতে নিহতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। সোমবার বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পাগরাতলী খালে কাকড়া আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান। নিহত মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারী গ্রামের মৃত আক্কাস আলী গাজীর ছেলে। শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম ও একই এলাকার ফিরে আসা জেলে ইসমাইল হোসেন জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুজিবরসহ তাদের সহযোগী কয়েকজন জেলে একসাথে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান কাকড়া আহরনের জন্য। সুন্দরবনের পাগরাতলী খালে কাকড়া আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন মুজিবর রহমান। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন,সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। তিনি আরো জানান, চলতি বছর সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়। এ সময় এক বনজীবি আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৪২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা