সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের কাপড় জব্দ প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ | আপডেট: ১:৫০:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ শুল্ক কর ফাকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিদেশী কাপড়ের বড় একটি চালান জব্দ করেছে বাংলাদেশে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। তবে এসময় কাওকে আটক করা সম্ভব হয়নি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি বেইজ মংলা কর্তৃক হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিদেশী কাপড় জব্দ করা হয়। জব্দকৃত কাপড়ের মূল্যে আনুমানিক ১৮ কোটি ৬১ লক্ষ টাকা। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জনান, গত শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে সুন্দরবনের চরাপুটিয়া খাল এলাকা দিয়ে অবৈধ ভাবে বিদেশি কাপড়ের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহ জনক ভাবে একটি ট্রলারকে থামার জন্য সংকেত দেওয়া হলে ট্রলারটিতে থাকা চোরাকারবারীরা চরাপুটিয়ার খাল পাড়ে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। এক পর্যায়ে ট্রলারটি ধাওয়া করলে ট্রলারটি রেখে পালিয়ে যায়। ফলে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। লেঃ কমান্ডার বিএন আমিরুল হক আরও জানান, ট্রলারটিতে তল্লাশী করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিছ এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিদেশী কাপড়ের আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৬১ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ২৬১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান