সাতক্ষীরা-যশোর সড়কে বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ | আপডেট: ৬:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় বালুবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের মুনজিতপুরের জামাল শেখের ছেলে জয়(২০) ও মাছখোলার গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে শিহাবউজ্জামান।

সাতক্ষীরা সদর থানার(এসআই) দেলোয়ার হোসেন জানায়, বালু ভর্তি ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে দুইজন মোটর সাইকেলে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। দ্রুত গতির মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স