সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন’২০২০ পরিচালনায় কমিশন গঠন প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১০:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন ২০২০ পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হককে নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন অফিসার ও জেলা তথ্য অফিসার কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এস এম মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি মমতাজ আহমেদ বাপী সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব। বার্ষিক নির্বাচন-2020সাতক্ষীরা প্রেস ক্লাব সংবাদটি ৩১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান