সাতক্ষীরা পৌরসভার গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯ | আপডেট: ৭:২৮:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পৗরসভার গৃহবর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম. আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠেয় প্রশ্ক্ষিণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোঃ শরিফুল ইসলাম খান। বাসা বাড়ি, অফিস, দোকান, হোটেল, রাস্থা ও হাসপাতালের বর্জ্য সংগ্রহ পূর্বক একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যেটি পরিবেশকে দুষিত করবে না এবং বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহ কৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য সংগ্রকারীদের নিরাপত্তা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। জমাকৃত বর্জ্য হতে জৈব্য সার উৎপাদন করা যাবে এবং যেটি বিভিন্ন ফসল উৎপাদনের ব্যবহার করা যাবে। প্রশিক্ষণে মোঃ আব্দুস সালাম, বাবু, রবিন, ফারুক হোসেন, হাফিজুর রহমান, ডলি আক্তার ও আলেয়া খাতুনসহ মোট ১২ জন বর্জ্য সংগ্রহকারীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা যাতে দক্ষ বর্জ্য সংগ্রহের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে যথাযথ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্যোক্তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য হ্যান্ড গেøাভস, মাক্স, বুট জুতা, হেলমেট ও বেলচা প্রদান করা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা/ গৃহ বর্জ্য ব্যবস্থাপনাপ্রশিক্ষণসাতক্ষীরা পৌরসভা সংবাদটি ৩৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান