সাতক্ষীরা টিটিসিতে চতুর্থ জব ফেয়ার উদ্বোধন প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ৪:৩৮:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) এর আয়োজনে চতুর্থ জব ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করলেন টিটিসি অধ্যক্ষ মোঃ মুছাবেরুজ্জামান। মঙ্গলবার(১০মার্চ) দুপুর ১২ টায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আনারুল ইসলাম, জব প্লেসমেন্ট অফিসার মোঃ আরিফুর ইসলাম, কাটিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও প্রশিক্ষণ প্রাপ্তরা। জব ফেয়ারে আরএফএল কোম্পানী, ভিভো মোবাইল ফ্যাক্টরী, সাইমন টেকনোলজি, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, কাজী আবেদিন টেকনোলজি লিমিটেড, চায়না বাংলা গ্রুপ সহ মোট ১৫টি কোম্পানী অংশগ্রহণ করে। এ সময় অতিথিরা তাদের বক্তেব্যে বলেন, জব ফেয়ারের মাধ্যমে এখন যারা বেকার যুবক-যুবতীরা আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। অন্যকারও দারস্থ হওয়া লাগবে না। অতিথিরা এ জব ফেয়ারের প্রশংসা করেন। তাছাড়া সকল ছাত্র-ছাত্রীদের জব ফেয়ারের মাধ্যম কিভাবে আত্মকর্মসংস্থান করা য়ায়, চাকরি সুযোগ তারা কিভাবে পাবে এ সম্পর্কে আলোচনা করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স চতুর্থ জব ফেয়ারসাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসাতক্ষীরা টিটিসি সংবাদটি ৯৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পাটকেলঘাটা ইউটোপিয়া স্কুল (Utopia School) এর ভর্তি বিজ্ঞপ্তি