সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদরে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা হতে কলারোয়ায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় মহাসড়কের ছয়ঘরিয়ার বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী পরিবহন তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন আরও জানান, ঘাতক পরিবহনটিকে আটক করা সম্ভাব হয়নি। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স