সাতক্ষীরায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ | আপডেট: ২:১৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে ওএমএস ডিলারদের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভা এলাকায় সরকার কতৃক নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ ১ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভার,সার্কিট হাউজ মোড়ে খাদ্য অদিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে সরকার কতৃক নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ খাদ্য অধিদপ্তর জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌর এলাকায় টিসিবির কার্ডধারীদের মাঝে প্রতিদিন ৫জন ওএমএস ডিলারদের মাধ্যমে ২টন করে মোট ১০টন চাল বিক্রয় করা হবে। এসজি/ডেক্স সংবাদটি ১৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান