সাতক্ষীরায় সরকারি আদেশ অমান্য করায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ | আপডেট: ১১:০৫:পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ২৫ টি মামলায় ২৫ জনের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত । সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি ও সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখার অপরাধে জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে গত ২৪ ঘন্টায় ২৫ টি মামলায় ২৫ জনের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক আরোও জানিয়েছেন,সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে চলছে সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর টহল। জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইন শৃখংলা বাহিনীর সদস্যরা প্রতিদিন জেলা শহর এবং উপজেলা গুলোতে টহল অব্যাহত রেখেছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান