সাতক্ষীরায় যুদ্ধাপরাধসহ অর্ধশত মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ | আপডেট: ৯:৪৪:পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা রাজাকার মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর পুত্র।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আকবর আলী যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০ টিরও বেশি মামলা আছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়া উপজেলার ব্রজাবক্স তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বে দেয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) , এসবি, কলারোয়া থানা পুলিশের একাধিক দল অংশগ্রহণ করেন।
আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়, যার নং জিআর ৯২/৯, কালিগঞ্জ।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক