সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯ ‘‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার আয়োজনে এবং নেদারল্যান্ড সরকারের অর্থায়নে আর্ন্তজার্তিক সংস্থা সিমাভী এর নের্তৃত্বে বাংলাদেশে ওয়াশ এ্যালায়েন্স এর মাধ্যমে সহযোগী এনজিও উত্তরণ, প্রাকটিক্যাল এ্যাকশন এবং হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন চত্ত¡র হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালী এবং শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে। বাপাউবো সাতক্ষীরা পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এবং সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। এ সময় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং জারী গান পরিবেশিত হয়। পানি দিবসবিশ্ব পানি দিবসসাতক্ষীরা সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান