সাতক্ষীরায় ফলভর্তি ট্রাক থেকে কোটি টাকার থ্রি-পিচ ও গহনা উদ্ধার 

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২ | আপডেট: ১০:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানীকৃত ফলভর্তি ট্রাক থেকে বিপুল পরিমান থ্রি-পিচ এবং ইমিটেশনের গহনা উদ্ধার করেছে গোয়েন্দা সদস্যরা।
 
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।
 
সোমবার রাতে সাতক্ষীরার জাতীয় নিরাপত্তা শাখা(এন.এস.আই) ও বিশেষ গোয়েন্দা শাখার(ডিজি. এফ.আই) সদস্যরা এসকল মালামাল  উদ্ধার করে।
 
মঙ্গলবার(৫এপ্রিল)  সকালে জাতীয় নিরাপত্তা শাখা ও বিশেষ গোয়েন্দা শাখার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে ফল আমদানীর ঘোষনা দিয়ে ট্রাকযোগে ভোমরা স্থলবন্দরের ওপেন ইয়ার্ডে বিপুল পরিমান উন্নতমানের থ্রি-পিচ ও ইমিটেশনের গহনা আনা হচ্ছে। এমন খবরের  ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক হাজার ৫৩ পিস থ্রি-পিচ এবং ১৫৪কেজি ২৬গ্রাম ইমিটেশনের গহনা উদ্ধার করা হয় ।
 
 
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স রাফি এন্টার প্রাইজের নামে বগুড়ার মেসার্স সোনালী ট্রেডার্স মালামাল গুলো আমদানী করেছেন। ভোমরা স্থলবন্দরের সহকারি কমিশনার আমীর মামুন  জানান, উদ্ধারকৃত মালামাল গুলো জব্দ করা হয়েছে। আমদানীকারকের কাগজপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স