সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৯৮ বোতল ফেন্সিডিল, ট্রাক, ছুরি, টাওয়ারের ব্যাটারি, চাইনিজ কুড়াল সহ গ্রেফতার ১২ প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯ | আপডেট: ৩:১৬:অপরাহ্ণ, মে ১৫, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ২৯৮ বোতল ফেন্সিডিল, ৩০ পিচ ইয়াবা,১ টি ট্রাক,২৪ টি টাওয়ারের ব্যাটারি, ১২ টি তরবারি, ৪ টি চাইনিজ কুড়াল,১টি ছুরি,৪ টি জিআই পাইপ,১০ টি প্লাস্টিকের ঢাল ও ৯ টি লোহার হেলমেট উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ৪ জনসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা পুলিশেল মাদক বিরোধী অভিযানবাংলাদেশ পুলিশসাতক্ষীরা পুলিশের অভিযান সংবাদটি ৩০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ