সাতক্ষীরায় পাটক্ষেত থেকে পরবিহন শ্রমিকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরায় পাটক্ষেত থেকে পরিবহন শ্রমিকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেত থেকে পুলিশ তার মরাদেহ উদ্ধার করেছে। নিহত আলমগীর হোসেন (৩৫) গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে এবং সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরাদেহটি উদ্ধার করেছে। তার গায়ে ধারালোা অস্ত্রের আঘাত দিয়ে কোপানো ও গলায় ফাঁস দেওয়া ছিল। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি। পুলিশ ইতিমধ্যে অভিযানে নেমেছে বলে তিনি জানান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা পরিবহন শ্রমিকপাটক্ষেতমরাদেহ উদ্ধারসাতক্ষীরা সংবাদটি ৩৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ