সাতক্ষীরায় ট্রাকের চাপায় মটরসাইকেল আরোহী যুবক নিহত প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ | আপডেট: ১০:১৫:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সড়কের বকচরা মোড়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মটরসাইকেল আরোহী জাহিদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জাহিদ সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে। স্থানীয়রা জানায়,সোমবার দুপুরের দিকে জাহিদ হোসেন মটর সাইকেলে শহরের দিক থেকে বকচরা মোড়ের বাইপাস সড়ক ক্রস করছিল। এসময় বাইপাস সড়কের মেডিকেল কলেজের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মটর সাইকেলকে চাপা দিলে জাহিদ ঘটনাস্থলেই নিহত হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে ট্রাক চালক দুর্ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান