সাতক্ষীরায় কৃষক উদ্বুদ্ধকরনে মাঠ দিবস অনুষ্ঠিত প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ | আপডেট: ৪:২৯:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ সাতক্ষীরায় পতিত জমিতে আউশধান আবাদের মধ্যেমে জমির উৎপাদনশীল বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধকরনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহযোগিতায় সদর উপজেলার নলকুড়ায় অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার ড. রফিকুল ইসলাম। ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. এস.এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রি সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজু আহমেদ। কৃষি গবেষকরা এ সময় ফসল কর্তনে ব্রি ধান ৪৮ ভাল ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী রোপা আউশ মৌসুমে জাতটি এ অঞ্চলে আরো সম্প্রসারন করবে বলে কৃষকরা মতামত প্রদান করেছেন। উক্ত কৃষক সমাবেশে সদর উপজেলার নলকুড়া ও এর আশেপাশের প্রায় ১০০ জন কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধি অংশগ্রহন করেন। এসজি/ডেক্স সংবাদটি ২৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক