সাতক্ষীরায় কুয়েত ফেরত এক যুবক হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০ | আপডেট: ১১:৪৮:পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় সম্প্রতি কুয়েত থেকে দেশে ফেরা এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডের শিকার রনজু ইসলাম উপজেলার গোপালপুরের বাসিন্দা। বুধবার রাতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি কুয়েত থেকে সাতক্ষীরায় ফিরে আসা বিদেশ ফেরত ওই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় তার (জেলা প্রশাসকের) নির্দেশে তাকে দ্বন্ডবিধির ১৮৬০ এর আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এসময় এলাকাবাসীকেও সতর্ক করা হয়, যেন কোন প্রবাসী বা বিদেশি আসলে তাকে যেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানাহোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ সংবাদটি ৩৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা