সাতক্ষীরায় কর্মসংস্থান এর দ্বার উন্মোচনে এক উজ্জ্বল নক্ষত্র কেশব সাধু

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ২:০২:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
ছবি: সফল উদ্যোক্তা কেশব সাধু
সাতক্ষীরার অজ পাড়া গাঁ থেকে উঠে এসে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বপ্নবাজ মানুষ হিসেবে অধিষ্ঠিত করেছেন মাত্র ৪০ বছর বয়সী উদ্যোক্তা কেশব সাধু।  টাটা ক্রপ কেয়ার ও চায়না এগ্রো কেয়ার সিস্টেম নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলে ১২ বছরে ছয় শত পরিবারে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এই অদম্য নবীন উদ্যোক্তা।
 
গত ২০ জানুয়ারী’২১ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার আসাননগর এলাকায় ১৭ বিঘা জমির উপর টাটা ক্রপ কেয়ার কোম্পানীর কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে রীতি মতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। অল্প সময়ে স্বল্প বয়সে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরতে কতটা ত্যাগ ও কায়িক পরিশ্রম করতে হয়েছে তা নিয়ে কথা হয় কেশব কুমার সাধুর সাথে।
 
উদ্যোক্তা হতে হলে কিছু গুণবলী একজন উদ্যোক্তাকে স্বর্ণ শিখরে নিয়ে যায়। যার মধ্যে আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা, কঠোর পরিশ্রমী, লক্ষ্য স্থির, নেটওয়ার্ক তৈরি, প্রচার, নিত্য নতুন উদ্ভাবন, অধ্যবসায়, কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, গুণগত মান ও দক্ষতা, সুশৃঙ্খল পরিকল্পনা, তথ্যনুসন্ধান সহ নিজের গচ্ছিত মূলধন নিয়ে যথেষ্ট সচেষ্ট থাকা। এ সমস্ত পন্থাসহ নিজের প্রতি কঠিন আত্মবিশ্বাস, ঝুকি গ্রহণ ও বিশ্বস্ততা অর্জনে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে এগিয়ে নিতে সচেষ্ট হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
 
প্রতিযোগিতা ও মানসম্মত পণ্য উৎপাদনে একজন উদ্যোক্তা ভোক্তার কাছে প্রিয় হয়ে থাকে। টাটা ক্রপ কেয়ার কোম্পানী ও টাটা এগ্রো কেয়ার সিস্টেম সম্পূর্ণ কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে আজকের উদ্যোক্তা তিনি। 
 
কেশব কুমার সাধুর জন্ম ১৯৮০ সালে ৫ মে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকূপী গ্রামের বিখ্যাত ব্যবসায়িক পরিবারে। তার পিতা আনন্দ মোহন সাধু সহ তার পরিবারের সকলেই ব্যবসায়ী। পঞ্চম শ্রেণিতে লেখা পড়া চলাকালীন সময়ে নিজেদের কৃষি পণ্য বিপণী দোকানে তার যাতায়াত ছিল। অনেকটাই বলা যায় সেই ১০ বছর বয়স থেকেই উদ্যোক্তার হাতে খড়ি।
 
বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারেই মুকুন্দ ভ্যারাইটিজ ষ্টোরে পারিবারিক ব্যবসার সাথে স্কুল জীবন থেকেই নিজেকে যুক্ত করেন তিনি। বিভিন্ন নামী দামী কোম্পানীর কৃষি পণ্যের ডিলারশীপ নিয়ে দিনের পর দিন কষ্ট করে যখন কৃষকের আস্থার্জন করা হয়, ঠিক সেই মুহুর্তে কোম্পানীগুলো অতি মুনাফার লোভে অন্যেত্রে ডিলারশীপ পরিবর্তন করে দিত। এ কষ্টকে সহ্য করতে না পেরে নিজেই উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা হাতে নেয়। তিনি স্থির করেন নিজের কোম্পানীর ডিলারশীপ তো কেউ নিতে পারবে না, সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন তিনি।
 
প্রাথমিক ভাবে অনেক উদ্যোক্তাই এই ধরণের কোম্পানী করে সর্বস্ব ক্ষুয়েছে। কেন ক্ষুয়েছে? তা বিশ্লেষণ করে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই ২০০৮ সালে টাটা ক্রপ কেয়ার কোম্পানীর যাত্রা শুরু হয়।
 
সরকারি অনুমোদন নিয়ে চায়না, ভারতের হায়দ্রাবাদ, দিল্লী, পাঞ্জাব থেকে উন্নত প্রযুক্ত সম্পন্ন সার, বীজ, কীটনাশক আমদানীর পর রি-প্যাকিং করে বাংলাদেশে ৩১ টি জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোম্পানীটি। টাটা ক্রপ কেয়ার কোম্পানীর সার, বীজ, কীটনাশক কৃষকদের উচ্চ ফলনে বিশ্বস্ততা অর্জন করার সর্বত্রই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
 
টাটা ক্রপ কেয়ার কোম্পানীতে বর্তমানে সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে পাঁচ শতাধিক মানুষের। কোম্পানীর সহযোগী সদস্য হিসেবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ। সফল উদ্যোক্তা হিসেবে আগামী ২০২৫ সালের মধ্যে বাংলদেশে সকল জেলা সহ বিদেশে এই কোম্পানীর পণ্য রপ্তানীর লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু। ২০২৫ সালে এই কোম্পানীতে যেন ৫হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এটাই তার লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা