সাতক্ষীরায় এক হিজড়ার(তৃতীয় লিঙ্গ) আত্মহত্যা প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ সাতক্ষীরায় জয়া নামের এক হিজড়া আত্মহত্যা করেছে। ফ্যানের সাথে ওড়না দিয়ে সে আত্মহত্যা করে। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ হেলাল উদ্দিন জানান, জয়া নামের এক হিজড়া ঝাউডাঙ্গা এলাকায় গত কয়েক বছর ধরে বসবাস করে আসছে। ২/৩ বছর পাথরঘাটা গ্রামের আব্দুস ছামাদের বাড়িতেদ ভাড়া থাকতো। বেলা সাড়ে ১২ টার দিকে তার ঘরে ভিতর থেকে দরজা আটকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে নামানো নয়। এর কিছু সময় পর তার মৃত্যু হয়। জয়ার গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলায়। অপর এক সুত্রে জানা যায় সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই জনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারনে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবেন। তৃতীয় লিঙ্গহিজড়ার আত্মহত্যা সংবাদটি ৫৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক