সাতক্ষীরায় ইভিএমের মক ভোট অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১ | আপডেট: ৯:৫৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১ আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ইভিএমের মক ভোট। শুক্রবার সকাল ১০টা থেকে পৌরসভার ৩৭টি ভোট কেন্দ্রে দুটি করে ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত এ ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। মক ভোটিংয়ে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থেকে মক ভোট সম্পন্ন করেছেন। সাতক্ষীরা জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. নাজমুল কবির জানান, আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী ও সাধারন কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভার ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮জন। সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক