সাতক্ষীরায় ইতালি ফেরত আরো এক যুবককের ৩০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২০ | আপডেট: ১০:৫২:পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় মাহিদুর রহমান নামে আরো এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন। মাহিদুর রহমান সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন। সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, করোনো ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও মাহিদুর রহমান তা না মেনে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কারণে তাকে দ-বিধি ১৮৬০ এর আলোকে ৩০ হাজার টাাকা জরিমানা এবং ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়। সেইসাথে এলাকাবাসীকেও বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য সতর্ক করা হয়। তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এনিয়ে সাতক্ষীরায় গত দুই দিনে তিন জনের ভ্রাম্যমান আদালতে অর্থ দ্বন্ড দেয়া হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাসসাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে সংবাদটি ৩৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত