সাতক্ষীরার ১০ ইউনিয়নে ৩টিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা ও শ্যামনগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপির)  মধ্যে ৩টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এর মধ্যে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার মৃধা, নুরনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার আহমেদ, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম, গাবুরা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদে বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমজাদুল ইসলাম ও আটুলিয়া ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ কর্মী আবু সালেহ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, তালা ও শ্যামনগর উপজেলার ১০টি ইউনিয়নে শান্তিপুন পরিবেশে ভোট অনুষ্টিত হয়েছে। কোথাও কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি।  বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করেছেন। ভোট চলাকালীন সময়ে কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স