সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ৩০ বছর বয়সের অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার(৬সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলা সদরের সন্নিকটে শ্যামনগর পেট্টোল পাম্প সংলগ্ন ধান ক্ষেত হতে পুলিশের ওই মহিলার মরদেহ উদ্ধার করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ তিনি জানান। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা মহিলার মরদেহ উদ্ধার সংবাদটি ৩৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা