সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় বয়োবৃদ্ধ কৃষক নিহত প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ | আপডেট: ৫:১৭:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় বয়োবৃদ্ধ কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আশাশুনির কুল্যা ইউনিয়নের মাদারবাড়িতে। কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত হয়েছে মাদারবাড়ি গ্রামের আব্দুল খালেক (৬৫)। তিনি বলেন, বুধহাটার দিক থেকে আসা দ্রুতগামী মটরসাইকেল পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ তুলে নিয়ে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালেই এই বয়োবৃদ্ধ কৃষক মারা যান। চেয়ারম্যান রফিক ইসলাম বলেন, দূর্ঘটনায় মটরসাইকেল চালক মাকদুম হোসেনের অবস্থাও গুরুতর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা নিরাপদ সড়ক চাইসড়ক ও পরিবহন মন্ত্রণালয়সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত সংবাদটি ৩০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১