সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন, সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। এদেরমধ্যে সৈনিক রমজানের বুকে ও পায়ে এবং সৈনিক সৈকতের কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত লেগেছে। এছাড়া আংশিক আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪/৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসজি/ডেক্স সংবাদটি ১১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার