সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ | আপডেট: ২:৫২:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরের আয়ুব আলীর মৎস্যঘেরের ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান গাজী তালতলা গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। তিনি পাশ্ববর্তী অহিদের মৎস্যঘেরের পাহারাদার ছিলো।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান আয়ুব আলী মৎস্যঘেরের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রাতে তিনি ওই ঘেরের পাহারা দিতে দিয়েছিলো। সকালে তার লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, নিহত আব্দুর রহমানের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হতে পারে। লাশ ময়দা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স