সাতক্ষীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে জমিসহ গৃহ পাচ্ছেন ৬০৫টি পরিবার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩ | আপডেট: ২:৫৬:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপে মুজিববর্ষের ৬০৫টি ভূমিহীণ ও গৃহনীণ পরিবারের মাঝে ঘর হস্তান্তর বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির।

৪র্থ ধাপে সাতক্ষীরায় মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ৬০৫টি ভূমিহীণ ও গৃহহীন পরিবার। ইতোমধ্যে ৩ হাজার ২২৭ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২ টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে  জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এ তথ্য জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বিষ্ণুপদ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপিসহ অন্যারা।

এসময় জেলা প্রশাসক জানান, জেলার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভ‚মিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষনা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

আগামীকাল (৯ আগস্ট) বুধবার সকাল ১০টায় সারাদেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স