সাতক্ষীরায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ | আপডেট: ৫:১৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ প্রতীকি ছবি সাতক্ষীরায় মাটি ও ট্রলি চাপা পড়ে মোঃ মিজানুর রহমান নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মিজানুর সদর উপজেলার মোহনপুর গ্রামের এলাহী বাক্স সরদারের ছেলে। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর এলাকায় বেতনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজানুর রহমান সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় বেতনা নদীর পাড়ে স্তুপ করে রাখা মাটি কাটছিলেন। সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ উপরের মাটি ভেঙ্গে পাশে থাকা ট্রলিসহ মিজানুরের গায়ের উপরে পড়ে। এতে মাটি ও ট্রলি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় মাটি শ্রমিক মিজানুর রহমান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসআই মহাসীন আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ১৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত