সাতক্ষীরায় প্রাণসায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪ | আপডেট: ৮:০০:অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

সাতক্ষীরায় যুব দিবস উপলক্ষে প্রাণসায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকালে শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজের নিচ থেকে প্রাণ সায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট. সৈয়দ ইফতেখার, সাতক্ষীরা জেলা জামাতের নায়েবে আমীর মুহাদ্দিস আবুল বাশার, জেলা জামাতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় বলেন, আমরা একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ করে শহরের অংশটুকু সবাই মিলে একটা পর্যায়ে নিয়ে আসবো। তারপর দৃষ্টিনন্দনের জায়গায় আমরা নিয়ে যাবো। যদি খাল খনন করতে হয়, তা করবো, যদি উচ্ছেদ করতে হয়, তবে উচ্ছেদ করবো, আর যদি অপসারণ করতে হয়, তাহলে অপসারণও করবো। সাতক্ষীরা শহরকে দৃষ্টিনন্দন করার জন্য যা যা করার প্রয়োজন তাই করবো।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স