সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ঠ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এ দূর্ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহত নারী শ্রমিকের নাম শেফালী খাতুন (২৯)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকর পাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের চালক রুবেল হোসেন জানান, নারী শ্রমিক শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরার-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে যশোরগামী দ্রæত গতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শেফালী।

স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালীর স্বামী সোহরাব হোসেন মারা যায়। স্বামীর মৃত্যুর পর শেফালী অন্যের জমিতে ঘাসবাছা শ্রমিকের কাজ করতো। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয় সে কাজে যাচ্ছিল। এসময় পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছুদূর এগিয়ে গেলে একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স