সবাইকে মিলেমিশে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে: অধ্যক্ষ আবু আহমেদ প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ এম,এ,মান্নান, তালা : তালা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি তদারকি কমিটির আহ্বায়ক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন,শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন পথ নেই, পদ্মা সেতু, বিদ্যুৎ এর উন্নয়ন, রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা,গৃহহীনদের ঘর নির্মাণ সহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন বাংলাদেশ, বাংলাদেশ শুরু থেকে এত উন্নয়ন কোন সময় হয়নি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা দলের মূল এবং প্রাণ,আপনাদের নিয়ে আগামী দিনে শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে হবে| শনিবার সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলন তদারকি কমিটির সদস্য প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এম. মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, আওয়মীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, মতিয়ার রহমান, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, সরদার জাকির হোসেন, অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, গনেশ দেবনাথ, প্রভাষক রাজিব হোসেন রাজু, আজিজুর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম টুটুল, ইখতিয়ার হোসেন, আবুল কালাম আজাদ, সৈয়দ জুনায়েত আকবর, শাহাবুদ্দীন বিশ্বাস, আব্দুল হান্নান, সমীর কুমার দাশ, সুজিত হোড়, রবিউল ইসলাম মুক্তি, মোড়ল সিরাজুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ। সভায় কুমিরা হাই স্কুল মাঠে ৮তারিখের সম্মেলন সফল করার উপর বিভিন্ন উপ কমিটি গঠন ও আলোচনা করা হয়। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত