শ্যামনগর থেকে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর হাড়, দাঁত, চামড়া ও মাথাসহ আটক ১ প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর হাড়, দাঁত, চামড়া, হরিণের মাথাসহ আমজাদ খান (৫৬) নামে এক ব্যক্তি আটক করেছে। রোববার বিকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আমজাদ খান ৯ নং সোরা গ্রামের মৃত গহর আলীর ছেলে। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে ৯নং সোরার আমজাদ খানের বাড়িতে অভিযান চালায় বন বিভাগ, শ্যামনগর থানা ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল। এ সময় তার বাড়ির উঠানের ময়লার স্তুপ থেকে বিভিন্ন পশুর চামড়া এবং ঘরের ভিতর থেকে হাড়, দাঁত, হরিণের মাথাসহ আমজাদ খানকে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত পশুর চামড়া ও হাড় ল্যাবে পাঠিয়ে কোনটি কোন প্রাণীর তা নিরুপণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সুন্দরবনের বিভিন্ন প্রাণীর হাড় সংবাদটি ৩৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা