শীত কাব্য-১ প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ১:৫৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ শীত কাব্য-১ ……..শ্যামল বণিক অঞ্জন…….. শীত আর গরীব বন্ধু যেন নগ্ন দেহেও থেকে , বোধ হয়না ঠান্ডা ওদের গায় বসেনা জেঁকে । আর ধনীর দেহ বস্ত্র বিতান শীতটা এলে হায় ! ঠকঠকিয়ে কাঁপছে তবু ঢেকে লেপ কাঁথায় ! এতো আরাম আয়েশ করেও ভুগছে বারো মাস, দেহ জুড়ে সারা বছর হাজার রোগের বাস ! ভালো খেয়েও দুর্বলতা করছে ধাওয়া পিছু, সুস্থ সবল গরীব থাকে না খেয়েও কিছু ! ঈশ্বরই তো সহায় ওদের এটাই তাঁর প্রমাণ, সুখের রাজ্যে থেকেও ধনীর সব যেন নি:স্প্রাণ ! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতাকবিতা শীত কাব্য-১শীত কাব্য-১ সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?