শিগগিরই শেয়ারবাজারে আনা হবে সরকারি ৭ কোম্পানিকে: অর্থমন্ত্রী প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ | আপডেট: ৯:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, খুব শিগগিরই সরকারি সাত কোম্পানিকে শেয়ারবাজারে আনা হবে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমাদের শেয়ারবাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। এখানে যারা আছে তারা বিক্ষিপ্তভাবে আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে আসতে হবে। তবে প্রাথমিকভাবে সাত কোম্পানিকে শিগগিরই শেয়ারবাজারে আনা হবে। তিনি আরো বলেন, সাত কোম্পানিকে দুই মাস সময় দেয়া হয়েছে। এই সময়ে তারা তাদের সম্পদের পরিমাণ যাচাই করে জানাবেন। অর্থমন্ত্রী বলেন, বাজার চাঙ্গা করতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিডেট (বিআরপিএল) এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও আরো দুই সরকারি কোম্পানিকে শেয়ারবাজারে আনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওভারনাইট তো তাদের আনা যাবে না, একটু সময় লাগবে। তবে আমাদের শেয়ারবাজার শক্তিশালী করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। আমাদের শেয়ারবাজারে যারা আছে তারা নিজস্বভাবে আছে। উন্নত দেশের মতো আমাদের দেশের শেয়ারবাজারও ব্রডবেজড করতে হবে।’ অর্থমন্ত্রী বলেন, আমি আগেও বলেছিলাম বাজারকে শক্তিশালী করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসা উচিত। শেয়ারবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল করার জন্য গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাতটি কোম্পানিরই ব্যালেন্সশিট এখন এস্টেট করতে হবে।’ ‘তাদের এস্টেট রিভ্যালু করার জন্য দুই মাস সময় দেয়া হয়েছে। এর ভিত্তিতেই শেয়ারগুলোর ভ্যালুয়েশন হবে। এরপর এসব কোম্পানির ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রাথমিকভাবে শেয়ারবাজারে নিয়ে আসব। আগমী দুই মাসের মধ্যে তারা আমাদের অ্যাসেসমেন্ট করে রিপোর্ট দেবে। আমরা তাড়াতাড়ি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে চাই, তাই সাতটি ফার্ম দিয়ে অ্যাসেসমেন্টের কাজটা দ্রুত শেষ করতে চাই।’ সুন্দরবনটাইমস.কম/রহমান আজিজ/ঢাকা শেয়ারবাজার সংবাদটি ৩৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ১৩০কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় আইটি সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী পলক সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত