শহীদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার দেবহাটার মেধাবী শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর নিয়েছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান তারা। এসময় তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শহীদ পরিবারটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক নাজমুল হোসেন রনি, সাদ্দাম হোসেন, মোহিনী তাবাসসুম ইব্রাহিম খলিলুল্লাহ, নুহা আনসার, সুহাইল মাহদীন, নাহিদ হাসান শান্তা, মহিউদ্দিন, ওমর ফারুকসহ অন্যান্যরা। উল্লেখ্য: গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ হাসান। আসিফ হাসান সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এসজি/ডেক্স সংবাদটি ৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আন্দোলনে নিহত শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: রুহুল হক সহ ৫৪জনের বিরুদ্ধে সাতক্ষীরায় হত্যা মামলা