লতার শামুকপোতায় মাতৃভাষা দিবস পালন প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ | আপডেট: ৩:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): পাইকগাছা উপজেলার লতার বি জি পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ এর দিনটিতে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বি জি পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বক্তব্য রাখেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, ইউপি সদস্য আলমগীর খলিফা, আজিজুল ইসলাম, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, আবুল হাসান, মদন মোহন মন্ডল, প্রশান্ত মন্ডল, সদানন্দ মন্ডল, সহকারী শিক্ষক অরিন্দম মন্ডল, বিপ¬ব সরকার, সাধুচরন বিশ্বাস, লিপিকা সরকার, রিতা বৈদ্য, স্মৃতি মন্ডল, যুবনেতা হীরামন মন্ডল, ছাত্রনেতা মিথুন সরকার। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ