লঘুচাপ নিম্মচাপে পরিনত, মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দুরত্বে অবস্থান

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ | আপডেট: ১:০৬:অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

গত কদিন ধরে বঙ্গোপসাগরে অবস্থান রত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণদক্ষিণপশ্চিমে অবস্থান করছেএ দিকে লাগাতার বৃষ্টির কারনে জলাবদ্ধতায় মোংলা পৌরবাসী। শত শত চিংড়ি ঘের ভেসে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসীন্দারা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ দের তরফ থেকে আবহাওয়ার বিশেষ নং বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করেছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপূর্ব দিকে আরো অগ্রসর হতে পারে

 

যার প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে

 

সৃষ্ট এ গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

 

একই সাথে উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা