রাজগঞ্জ-টু-পলিরহাট সড়কে বৃষ্টি হলে হাটু পানি: যাতায়াতে চরম ভোগান্তি প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ মানুষ কথায় বলে পাঁকা রাস্তায় হাটু পানি অবিশ্বাস্য হলেও তার বিকল্প কিছুই নয়৷ এমনই একটি সড়ক রাজগঞ্জ টু পুলিরহাট সড়কের শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সামনে একটু বৃষ্টি হলে হাটু পানি জমে থাকে৷ ফলে যানবাহনসহ সাধারন মানুষের যাতায়াতের জন্য জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। যশোর থেকে কুমিরা হয়ে সাতক্ষীরা যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কে শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও হানুয়ার আল মাহবুব সরদারের মৎস্য ঘের নামক স্থানে রাস্তার দুটি জায়গায় ২/৩শ’ ফুট রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। যে কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত কয়েক দিন আগে ঘরের পাশে সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য মটরসাইকেল যাতায়াতের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এ প্রসঙ্গে কথা হয়, মনিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম এর সাথে। তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন পূর্বক ব্যবস্থা নিবেন। রাজগঞ্জ বাজারে ভুক্তভোগী অটো ব্যবসায়ী আবু দাউদ জানান, রাস্তার এই বেহাল দশার জন্য কোন ক্রেতা আসেনা ফলে, কেনাবেচা হচ্ছে না। আমরা এই সড়কের সকল ব্যবসায়ী অনেক কষ্টে আছি। রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সড়কটি নির্মাণ করেছে, যা ( স্কুলের সামনে) পানি বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। গুরুত্বপূর্ণ এই সড়কটি, দ্রুত সংস্কারের জন্য ভুক্তভোগী জনগণ জোর দাবি জানিয়েছে। সংবাদটি ৪৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য