রাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় দম্পতি হতাহত প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ | আপডেট: ১:১৭:পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): মণিরামপুরের রাজগঞ্জের মশ্মিমনগর সড়ক দুর্ঘটনায় এক দম্পতি হতাহত হয়েছেন। নিহত এবিএম তুহিন (৪৫) যশোর শহরতলী মন্ডলগাতী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মেহেরুন নেছা (৩২)। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেহেরুন নেছা জানান, রোববার ভোরে মোটরসাইকেল যোগে তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে সাতক্ষীরা জাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে রাজগঞ্জের মশ্মিমনগর পৌঁছালে মোটরসাইকেল খাদে পদে তারা দু’জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এবিএম তুহিনের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় দিতে পরমর্শ দেয়া হয়। সকাল ১০ টায় ঢাকা নেয়ার পথিমধ্যে মাগুরা গেলে তুহিনের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ইনাম উদ্দীন জানান, আহত দম্পতির অবস্থা আশঙ্কাজনক ছিলো। মাথায় আঘাত থাকার কারণে তুহিনের মৃত্যু হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সড়ক দুর্ঘটনা সংবাদটি ৫৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য