রাজগঞ্জে মাইকিং করে জাটকা ইলিশ বিক্রি প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৭:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ উত্তম চক্রবর্তী: জাটকা ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে, তাও আবার মাইকিং করে। মণিরামপুর উপজেলার সর্ববৃহৎ বাজার রাজগঞ্জ বাজারে এ দৃশ্য চোখে পড়েছে। মাইকিং-এ প্রচার করে ছোট ইলিশ তথা জাটকা ইলিশ মাছ কিছুটা অল্প দামে বিক্রির প্রচারণা চালাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন- রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী আনিছুর ও আলার পক্ষে সোমবার দুপুরে এ মাইকিং করা হয়। পরে সেই মাছ বেচাকেনার স্থানে গিয়ে দেখা যায় উল্লিখিত ইলিশ মাছ সাইজে অনেক ছোট অর্থাৎ জাটকা ইলিশ। দেশে জাটকা ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকলেও তা মানছে না রাজগঞ্জ বাজারের এ দুই মাছ ব্যবসায়ীসহ আরো কয়েকজন। এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দেননি। এদিকে, তুলনামূলক কম দামে ছোট সাইজের হলেও ইলিশ মাছ কিনতে সেখানে ভিড় জমাতে দেখা যায় অনেককে। স্বল্প আয়ের মানুষরা সস্তায় ছোট ইলিশ কিনতে পেরে অনেকটা খুশিই মনে হলো। কিন্তু এলাকার সচেতন মহল মনে করছেন দেশের আইন মেনে জাটকা ইলিশ বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর) জাটকা ইলিশজাটকা ইলিশ মাছ বিক্রি সংবাদটি ৩০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য