রাজগঞ্জে কৃষক করোনায় আক্রান্ত প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, মে ২৪, ২০২০ যশোরের মণিরামপুরের রাজগঞ্জে এবার নতুন করে এক কৃষক (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে। রোববার (২৪ মে) সন্ধ্যায় যশোর সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রিপোর্টের তথ্য জানানো হয়। মণিরামপুর হাসপাতালের ইউএইচও ডা. শুভ্রারানী দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. শুভ্রা বলেন- আক্রান্ত কৃষক গত দুইদিন ধরে যশোর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তার পজেটিভ রিপোর্ট আসে। মণিরামপুর হাসপাতালের চিকিৎসক মুসাব্বিরুল ইসলাম বলেন, আজ(রোববার) আক্রান্ত কৃষক হাসপাতাল ছেড়ে বাড়ি আসেন। সন্ধ্যায় তার পজেটিভ খবর আসার পর উপজেলা প্রশাসনসহ আমরা কৃষকের বাড়ি যাই। আক্রান্ত কৃষকের দেহে এখন কোনও করোনা উপসর্গ নেই। তবে তিনি এজমার রোগী। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বাড়িতে আইসোলেশনে থাকছেন। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, খবর পেয়ে ওই কৃষকের বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগীতা করা হবে। রোববার পর্যন্ত মণিরামপুরে ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন। বাকিরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সংবাদটি ১৩৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য