চুকনগরে বাড়ির গেটের লক ভেঙ্গে মোটর সাইকেল চুরি: আটক ১

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ | আপডেট: ৬:৫০:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

চুকনগর (খুলনা) প্রতিনিধি:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

খুলনার চুকনগরে বারান্দার ক্লপসিবল গেটের লক ভেঙ্গে মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনজনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়,ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোন্তাজ উদ্দীন শেখের পুত্র ও চুকনগর শহরের ব্যবসায়ী মোঃ মফিজুর রহমান শেখ প্রতিদিনের ন্যায় গত ১জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্দ করে তার ব্যবহৃত টিভিএস এ্যাপাসী ১৬০সিসি এসডি (যার ইঞ্জিন নং- OE4GJ2732942,চেসিস নং-MD634KE42J2G32143,ক্যালার গ্লোজি রেড)মোটর সাইকেল যোগে বাড়িতে গিয়ে তার বসত বাড়ির বারান্দায় রেখে বারান্দার ক্লপসিবল গেটে তালা লাগিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখে বারান্দার ক্লপসিবল গেটের লক ভেঙ্গে তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এঘটনায় তিনি বাদী হয়ে নরনিয়া গ্রামের মৃত এবাদ আলী মোড়লের পুত্র মোঃ আরশাফ আলী মোড়ল(৪২),আনছার আলী গাজীর পুত্র আব্দুল হালিম গাজী(৩৩) ও মোঃ হায়দার আলী শেখের পুত্র মোঃ হাফিজুর রহমান শেখ(৪০)কে আসামী ডুমুরিয়া থানায় করে (১৩নং) একটি এজাহার দায়ের করেন। মামলার পর গতকাল রাত আনুমানিক ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পীযুষ কুমার দাস চুকনগর শহরের মোটর সাইকেল বাসষ্টান্ড থেকে ৩নং আসামী হাফিজুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বাকী ২জন আসামী পলাতক রয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক