মোংলা বন্দরে জাহাজে কর্মরত এক বিদেশী নাবিকের মৃত্যু প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ | আপডেট: ১১:৫৬:পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ প্রতিকী ছবি মোংলা বন্দরে অবস্থানকারী পন্য খালাসকারী একটি বিদেশী বাণিজ্যিক জাহাজে কর্মরত এক নাবিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।সে জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারের দায়িত্বে কর্মরত ছিলেন। শনিবার (২৪অক্টোবর) সন্ধ্যার পর কর্তব্যরত অবস্থায় জাহাজে ওই নাবিকের মৃত্যুর ঘটনা ঘটেছে । জানা যায়, এমবি আর রেভিলেশন নামক জাহাজে একজনের অসুস্থতার খবর পোর্ট হেলথ কে জানানো হলে তাৎক্ষনিক খবর পেয়ে সন্ধ্যায় জাহাজটিতে পোর্ট হেলথের চিকিৎসক গিয়ে তাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে তাকে অচেতন অবস্থায় পায় এবং তার হৃদ যন্ত্রের ক্রিয়অ বন্ধ দেখে তাকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন। জাহাজ থেকে তার লাশ নামিয়ে সুরহালের জন্য মোংলা থানায় আনা হচ্ছে। স্থানীয় শ্রমিক ঠিকাদার কোম্পানীর মাধ্যমে জানা যায় বামার্র ইয়াংগুন বন্দর থেকে ছেড়ে আসা লাইব্রেরিয়া পতাকাবাহী এম,ভি এইচ আর রেভিলেশন নামক জাহাজটি মেশিনারী পণ্য নিয়ে গত বৃহস্পতিবার (২২অক্টোবর) মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১ নম্বরে বয়ায় নঙ্গর করে। এবংমৃত ব্যক্তি ওই জাহাজটিতে সেকেন্ড অফিসারের দায়িত্বে ছিলেন এবং তিনি রোমানিয়ার নাগরিক তার নাম ভ্যারল তায়ের।জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে কিংবা কিভাবেই তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। রাত পৌনে ১০টার দিকে জাহাজ থেকে ওই বিদেশীর লাশ নামিয়ে মোংলা থানা নিয়ে আসা হয়েছে বলে সুত্রে জানা গেছে। পোর্ট হেলথের চিকিৎসক ডা: আসিফ বলেন, বিদেশী জাহাজের ওই প্রকৌশলীর মৃত্যুর কারণ আপাতত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়না তদন্তের জন্য থানায় থেকে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।যথা যথ রিপোর্ট পেলে মৃতের কারন জানা যাবে। সংবাদটি ২৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে