মৃত্যুর কাছে পরাজিত হলেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মুনসুর আহমেদ প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ১:৩৪:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ ছবি: মুনসুর আহমেদ (ফাইল ছবি) সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মৃত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতির কারনে সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও তার ব্যক্তিগত গাড়িচালক আব্দুল মইন গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতা জনিত কারণে সাতক্ষীরার সিভি হাসপাতালে ভর্তি হন। অত:পর তাদের করোনা শনাক্ত হয়। ১১ জানুয়ারি তাদের দু’জনেরই করোনা নেগেটিভ আসে। তবে, শারীরিক নানা জটিলতার কারণে মুনসুর আহমেদকে ১২ জানুয়ারি সাতক্ষীরা থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়। তার মৃত্যুতে গোটা পরিবার ও জেলা আওয়ামীলীগ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । সংবাদটি ৪০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান