মুজিব বর্ষ হবে দুর্নীতি প্রতিরোধ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বর্ষ: জেলা প্রশাসক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলায় কোন ব্যক্তি বা অফিসে দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, মুজিব বর্ষ হবে সকল প্রকার দুর্নীতি, অন্যায় ও অনিয়মকে প্রতিরোধ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বর্ষ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) মুজিব বর্ষ উপলক্ষে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে সাতক্ষীরার তালা উপজেলার শিশুতীর্থ কিন্ডারগার্টেন স্কুলের মাধ্যমে উপজেলার সর্বত্র ময়লা ফেলানোর ঝুড়ি বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সাতক্ষীরার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ময়লা ডিসপোজাল করার জায়গা সৃষ্টি করা হবে। ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন করলে সরকারের নেওয়া নতুন উদ্যোগ ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ আপনাআপনি বাস্তবায়িত হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক রেজাউদিল ইসলামের সঞ্চালনায় ঝুড়ি বিতরণের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুতীর্থের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক নারায়ন পাল ও শিক্ষক মোমরেজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, জিপিএ-৫ পাওয়ার আশায় শিশুদের উপর চাপ প্রয়োগ করা যাবে না। নিম্নমানের গাইড বই বিক্রি করে অসাধু ব্যক্তিরা ব্যবস্যা করার চেষ্টা করছে। সেটা করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে জানুয়ারি মাসের মধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলানো ঝুড়ি পৌঁছে দেয়ার আশ্বাস দেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স মুজিব বর্ষ সংবাদটি ৩০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত