মাশরাফি বিন মর্তুজা করোনা পজেটিভ

করোনাভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি তার ফেসবুক আইডিতে শানিবার(২০ জুন) ৬:২৬ মিনিটে স্ট্যাটাসের মাধ্যমে অবহিত করেন। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

“আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
এদিকে সোমবার(১৫ জুন) করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার (১৪ জুন) রাতে হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন তিনি। শাশুড়ীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।