মালয়েশিয়ায় বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ মালয়েশিয়ায় বিদ্যুৎস্পর্শে আসাদুজ্জামান আসাদ (৪৫) নামে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে দেশটির সুবাং শহরে এ ঘটনা ঘটে। নিহত আসাদ মণিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের মোকাম আলী বিশ্বাসের ছেলে। তিনি গত ১৫-১৬ বছর মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মণিরামপুরের শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি মালয়েশিয়ায় আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ছেলে আফজাল হোসেন মালয়েশিয়ায় পিতার কাছে কর্মরত আছেন। আফজালের বরাত দিয়ে ওই দেশে কর্মরত মুজগুন্নি গ্রামের নূর আলম বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় (রোববার) সকালে বাসায় ছিলেন আসাদ। সকাল ৬টার দিকে তিনি কক্ষের বাইরে গোসল করতে যান। এসময় পড়ে থাকা একটি তার গোছাতে গিয়ে বিদ্যুতায়িত হন আসাদ। বিদ্যুতের শক লেগে ছিটকে পড়েন তিনি। এসময় দেওয়ালে আঘাত লেগে গুরুতর আহত হয়ে মারা যান আসাদ। সংবাদটি ৩৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য